Friday, May 21, 2021

Kangana's bodyguard accused of serious charges like rape


ধর্ষণের মতো মারাত্মক অভিযোগে অভিযুক্ত কঙ্গনার বডিগার্ড

কঙ্গনা ও বিতর্ক যেন একটি কয়েনের এপিঠ ওপিঠ, বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা কঙ্গনার। 

এবার তাঁর ব্যক্তিগত দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠলো । মুম্বইয়ের এক বিউটিশিয়ান এমনই অভিযোগ এনেছেন কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে। সূত্রের খবর সম্প্রতি কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে মহিলার তরফ থেকে । মহিলার দাবি তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কুমার হেগড়ে। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান যুবক, শহরের বাইরে যাওয়ার সময় মহিলার কাছ থেকে ৫০,০০০ টাকা ধার হিসেবে নেয় ওই যুবক।



সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে কুমারের সঙ্গে মহিলার  পরিচয় হয় আট বছর আগে

গতবছর নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দেন ওই যুবক । লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন দুজনে। একাধিকবার তাঁর ফ্ল্যাটে এসে নির্যাতিতার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হন কুমার, এমনই অভিযোগ উঠে এসেছে। গত ২ এপ্রিল পঞ্চাশ হাজার টাকাও নিয়েছিলেন কুমার। পরে তিনি কর্ণাটক চলে যান। পরে কুমারের মায়ের কাছ থেকে তিনি জানতে পারেন যে কুমার অন্য একজনকে বিয়ে করে তাঁর সঙ্গেই থাকছেন।

কুমারের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ৩৭সি৬ ধারা অনুযায়ী (ধর্ষণ), ৩ ৩৭৭ ধারা অনুযায়ী (অপ্রাকৃত যৌনতা) এবং আইপিসির ৪২০ ধারা (প্রতারণা) অনুযায়ী মামলা করা হয়েছে। এর আগে কঙ্গনার প্রাক্তন হেয়ারস্টাইলিস্ট অলিস্টার ডিজিওর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে উঠেছিল, গ্রেপ্তার করা হয়েছিল তাকেও। যদিও এ বিষয়ে এখনও কোনো কথা বলেননি কঙ্গনা। তবে তিনি একাধিকবার বডিগার্ডের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এবং তিনি বারবার উল্লেখ করতেন যে কুমার তাঁর পরিবারেরই একজন ।

Tuesday, May 18, 2021

বুধবার সকালে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠলো নেপাল

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিকাল সেন্টার (EMSC) অনুযায়ী বুধবার (১৯ মে) সকালে নেপালে  একটি ভূমিকম্প হয় । 
রিখটার স্কেলে  মাত্রা ৫.৩ ।
রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভোর সাড়ে ৫ টার দিকে (নেপালের সময়) এই ভূমিকম্পটি হয়।

EMSC এই ব্যাপারে একটি অফিসিয়াল টুইট করেছে 

“ভূমিকম্পের কেন্দ্রস্থল লামজং জেলার ভুলভূল ,

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান ভূমিকম্পবিদ ডঃ লোক বিজয় অধিকারী সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, এটি তীব্রতা ৫.৮ মাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে ভালো খবর এটাই যে এখনও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি



টুইটে কটাক্ষ সায়নী ঘোষের , প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা

টুইটে কটাক্ষ সায়নী ঘোষের , প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা।


টুইটে কটাক্ষ সায়নী ঘোষের , প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা।

সোমবার সকাল থেকেই নারদ মামলায় গ্রেফতারি
রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছে  । এই নিয়ে টুইট করেছেন সায়নী ঘোষ। শাসক দলের যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট ভাগ করে নিয়ে তার কটাক্ষ প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা।

নাম না করে সায়নী আরও বলেন, 'হেরেও হুঁশ ফেরেনি। বাংলা দখল করার কী মরিয়া চেষ্টা। প্রধানমন্ত্রী শাসনের চেষ্টা ২১৩ আসনের ধাক্কায় ধরাশায়ী। এবার রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা? এরপরে হুঁশিয়ারির সুরে অভিনেত্রী লেখেন আমরাও দেখে নেবো।'

Monday, May 17, 2021

News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন

ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন করোনা পরিস্থিতিতে ঘাটালের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালেন টলিউডের বাদশা দেব। ঘাটালের করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি তার এই উদ্যোগ নেটিজেনদের কাছে যথেষ্ট প্রসংসা কুড়িয়েছে

News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন
News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন

এটাই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা দেব । সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের।

কোন জায়গা থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন টলিউডের এই অভিনেতা । আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান ।

তবে পরে চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখেন, 'ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনা আক্রান্ত, তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে। খাদ্যগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন।' এই পোস্টেই ৪টি ফোন নম্বর শেয়ার করেছেন তিনি।

দাবি, ওই নম্বরে ফোন করে উপযুক্ত প্রমাণ বলে আবেদন করলেই করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে যাবে খাবার। সেই সঙ্গে দেব উল্লেখ করেছেন, খাবার পাওয়ার জন্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়া জরুরী। সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য দিয়ে এই পোস্টটি আজই শেয়ার করেছেন দেব। তাঁর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরাও।

করোনা পরিস্থিতিতে শেষ হয়েছে নির্বাচন। রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের মঞ্চে দেখা গিয়েছে দেবকে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে দলের কথা বলার পাশাপাশি তাঁর মুখে বারে বারে উঠে এসেছে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে তিনি বারবার সতর্ক করেছেন,

মাস্ক পরতে বলেছেন দর্শকদের। বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠের সভামঞ্চ থেকে ভাইরাল হয়েছিল দেবের বক্তব্যের একটি ভিডিও। সেখানে তিনি বলেছিলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না

হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে

রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়েছিল হাততালিতে।

News Inquired : কোভিশিল্ড (Covishield) নিয়ে কেন্দ্রের নিয়ম বদল

কোভিশিল্ড (Covishield) নিয়ে কেন্দ্রের রোজ নিয়ম বদল চলছেই। গত সপ্তাহতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেরামের কোভিশিল্ড (SII) প্রতিষেধকের দু'টি টিকার ব্যবধান বাড়িয়েছে ।

News Inquired : কোভিশিল্ড (Covishield) নিয়ে কেন্দ্রের নিয়ম বদল
News Inquired : কোভিশিল্ড (Covishield) নিয়ে কেন্দ্রের নিয়ম বদল 

তারা জানিয়েছে, প্রথম টিকা পাওয়ার পর তিন থেকে চার মাসের শেষে দ্বিতীয় টিকা দেওয়া হবে । কেন্দ্রের এই সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মানুষের মধ্যে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছে।

যাঁরা আগেই দ্বিতীয় টিকার জন্য 'কোউইন' অ্যাপে নাম নথিভুক্ত করেছিলেন, তাঁদেরও কি নির্ধারিত ১২-১৬ সপ্তাহের ব্যবধানে পরের ডোজ দেওয়া হবে ? এই নিয়ে জটিলতা ছিলই । এরই মধ্যে এই বিষয়টি নিয়েই রবিবার নতুন বার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health),

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে রবিবার জানিয়েছে, নতুন নিয়মে ৮৪ দিনের আগে কেউ দ্বিতীয় টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না। তবে নতুন নিয়ম চালু হওয়ার আগে যাঁরা ৮৪ দিনের কম সময়ে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের নাম

বাতিল করা হবে না। তাঁরা নির্ধারিত দিনেই টিকাকেন্দ্রে (Vaccination Center) গিয়ে দ্বিতীয় টিকা নিতে পারবেন। কিন্তু উপভোক্তাদের বাস্তব অভিজ্ঞতা অন্য কথা বলছে। অনেকেই জানিয়েছেন, টিকা নিতে গিয়ে তাঁদের ফিরে আসতে হয়েছে। ৮৪ দিনের

আগে টিকা দিতে রাজি হচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা (Health Worker)। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ আসছে। তবে এই ধরণের অভিযোগ সামনে আসতেই বিবৃতি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রক স্পষ্ট জানিয়ে জানিয়ে দিয়েছে ,

কোনও টিকা প্রাপককে ফিরিয়ে দেওয়া যাবে না। তবে উপভোক্তাদের উদ্দেশেও কেন্দ্রের বার্তা, তাঁরা চাইলে ৮৪ দিন পর টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারেন।

তবে নতুন করে কো-উইন app এর মাধ্যমে নাম নথিভুক্ত করার সমস্যা অনেক। প্রথমত কো-উইনে নাম নথিভুক্ত করার জন্য ওটিপি সব ক্ষেত্রে আসছে না।

এছাড়াও রাজ্যের নিম্ন আয়ের মানুষ ও প্রান্তিক মানুষদের সবার স্মার্ট ফোন নেই। তাই তারা কী ভাবে নাম নথিভুক্ত করবেন ? সেটাই এখন বড় প্রশ্ন ।

চিকিত্‍সকরা বলছেন, 'কেন্দ্র টিকাকরণ নিয়ে যেটা করছে সেটা কোনও ভাবেই ভালো চিত্র তুলে ধরছে না, এর ফলে কেন্দ্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ।

News Inquired : করোনার সঙ্গে লড়তে সোমবারই বাজারে আসছে ডিআরডিও’র ওষুধ

সোমবারই আসতে চলেছে ভাল খবর। সোমবারই প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) তাদের ২ -ডিঅক্সি-ডিগ্লুকোজ বা ২-ডিজির প্রথম ব্যাচ বাজারে আনতে চলেছে।

News Inquired : করোনার সঙ্গে লড়তে সোমবারই বাজারে আসছে ডিআরডিও’র ওষুধ
News Inquired : করোনার সঙ্গে লড়তে সোমবারই বাজারে আসছে ডিআরডিও’র ওষুধ

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ওষুধ সফল হলে নিঃসন্দেহে তা এক ঐতিহাসিক সাফল্য হবে।

করোনা যুদ্ধে গেম চেঞ্জার হতে পারে এই ২-ডিজি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দফতরের (RMO India) টুইটার হ্যান্ডেলে এই সুখবরটি দেওয়া হয়েছে।

টুইটে বলা হয়েছে, ‘প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার সকাল সাড়ে ১০টায় অ্যান্টি কোভিড ড্রাগ ২ডিজির প্রথম ব্যাচের প্রকাশ করবেন। একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তার প্রকাশ ঘটবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ও ডঃ রেড্ডির ল্যাবের যৌথ প্রয়াসে এই ওষুধ তৈরি হয়েছে।’

সে সময় দেখা যায় এই ওষুধ মানুষের শরীরের কোষে করোনা সংক্রমণ ছড়ানো রোধ করতে পারে। এরপরই অনুমোদন নিয়ে শুরু হয় ক্লিনিক্যাল ট্রায়াল। ২০২০ সালের অক্টোবরে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়। ট্রায়ালে দারুণ সাড়া মেলে।

২-ডিঅক্সি-ডিগ্লুকোজ বা ২-ডিজি মূলত পাউডার রূপে আসবে। জলে গুলে খেতে হবে তা। গোটা শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। ভাইরাসে আক্রান্ত কোষগুলিতেও পৌঁছে যাওয়ার ক্ষমতা রয়েছে এর। ভাইরাসের বৃদ্ধিকে রোধ করার ক্ষমতা রয়েছে তার মধ্যে।

ভাইরাসের প্রোটিন এনার্জি উত্‍পাদন বন্ধ করে দেবে এই ওষুধ। ফুসফুসের আক্রান্ত কোষে গিয়েও সক্রিয় ভাবে কাজ করতে পারবে এই ওষুধ।

দ্বিতীয় ট্রায়ালের পর দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গনা, কর্নাটক, বেঙ্গালুরু ও তামিলনাড়ুর ২৭টি করোনা হাসপাতালে ২২০ জন রোগীর ওপর পরীক্ষা হয় এই ওষুধের।

সেখানে ভাল ফল আসায় অনুমোদন পায় ২-ডিজি। সোমবার ১০,০০০ ডোজ় আনা হবে।

News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s 2021

গত ১৫ই মে মুক্তি পেয়েছে পরিচালক রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) ছবি 'ডি কোম্পানি' (D Company) । গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন কীভাবে আশির দশকে মুম্বই শহরে রাজত্ব চালাত - সেই কাহিনীকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে 'ডি কোম্পানি'।

News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s  2021
News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s  2021


পরিচালক রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) এবছর নিজের একটি স্পার্ক (Spark OTT) নামক ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তার ছবি 'ডি কোম্পানি' এই ওটিটি মঞ্চেই মুক্তি পেয়েছে। পরিচালক স্বয়ং বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িয়েছেন তাই জন্যেই হয়তো দাউদ ইব্রাহিমের মত একটি বিতর্কিত আন্ডার ওয়ার্ল্ড ডনের চরিত্র ছবি করার জন্যে বেছে নিয়েছেন।

একাধিক বিতর্কিত সমালোচনার পরেও রাম গোপাল নিজের প্রতি চিরকাল সত্‍ থেকেছেন। অপরকে খুশি কিংবা সন্তুষ্ট করার জন্যে নিজের কথা থেকে সরে আসেননি।

নিজের ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে পরিচালকের ছবি 'ডি কোম্পানি'। এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের সাক্ষাত্‍কারে রাম গোপাল বর্মা জানিয়েছেন, করোনা মহামারী আসার অনেক আগে থেকেই তিনি ভাবছিলেন এমন কিছু একটা করার।

কিন্তু এমন একটি পদক্ষেপ নেওয়ার আগে নানা উপাদান সংগ্রহ করতে লাগে। সেই মতই এগচ্ছিলেন পরিচালক। এবং অবশেষে লঞ্চ করেছেন নিজের ওটিটি প্ল্যাটফর্ম 'স্পার্ক ওটিটি'।

ছবি 'ডি কোম্পানি' প্রসঙ্গে পরিচালক বলেছেন, এই ছবিটি তার স্বপ্নের প্রোজেক্ট।

দীর্ঘ ২০ বছর ধরে রাম গোপাল যুক্ত ছিলেন এই আন্ডার ওয়ার্ল্ড, এনকাউন্টার পুলিশ, আন্ডার ওয়ার্ল্ডের মিডিলম্যান, এবং এমন বেশ কিছু পরিচালকের সঙ্গে যারা প্রত্যেকেই এই ধরনের একটি ছবি বানানোর জন্যে উদ্ভুদ্ধ করেছেন তাকে।

তাদের সহযোগিতাতেই এই ছবি নিয়ে বিভিন্ন গবেষণা করতে পেরেছেন। তিনি আরও জানান , মাফিয়া কিংবা গ্যাংস্টার নিয়ে আগেও বলিউডে একাধিক ছবি হয়েছে। কিন্তু মুম্বই শহরে দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন আশির দশকে মুম্বই শহরে যে রাজত্ব করে গিয়েছে সেই বাস্তব ঘটনা কেন্দ্র করেই তৈরি হয়েছে 'ডি কোম্পানি'। ছবির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন রাম গোপাল বর্মা নিজেই । স্পার্ক প্রোডাকশন (Spark Production) এর অধীনে ছবির প্রযোজনা করেছেন সাগর মঞ্চানুরু।

এই বছর মার্চে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু করোনা মহামারীর জন্যে তা হয়ে ওঠেনি। ফলে ওটিটি মঞ্চে মুক্তি পেয়েছে 'ডি কোম্পানি'।