Tuesday, May 18, 2021

বুধবার সকালে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠলো নেপাল

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিকাল সেন্টার (EMSC) অনুযায়ী বুধবার (১৯ মে) সকালে নেপালে  একটি ভূমিকম্প হয় । 
রিখটার স্কেলে  মাত্রা ৫.৩ ।
রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভোর সাড়ে ৫ টার দিকে (নেপালের সময়) এই ভূমিকম্পটি হয়।

EMSC এই ব্যাপারে একটি অফিসিয়াল টুইট করেছে 

“ভূমিকম্পের কেন্দ্রস্থল লামজং জেলার ভুলভূল ,

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান ভূমিকম্পবিদ ডঃ লোক বিজয় অধিকারী সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, এটি তীব্রতা ৫.৮ মাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে ভালো খবর এটাই যে এখনও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি