News Inquired : কোভিশিল্ড (Covishield) নিয়ে কেন্দ্রের নিয়ম বদল |
যাঁরা আগেই দ্বিতীয় টিকার জন্য 'কোউইন' অ্যাপে নাম নথিভুক্ত করেছিলেন, তাঁদেরও কি নির্ধারিত ১২-১৬ সপ্তাহের ব্যবধানে পরের ডোজ দেওয়া হবে ? এই নিয়ে জটিলতা ছিলই । এরই মধ্যে এই বিষয়টি নিয়েই রবিবার নতুন বার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health),
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে রবিবার জানিয়েছে, নতুন নিয়মে ৮৪ দিনের আগে কেউ দ্বিতীয় টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না। তবে নতুন নিয়ম চালু হওয়ার আগে যাঁরা ৮৪ দিনের কম সময়ে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের নাম
বাতিল করা হবে না। তাঁরা নির্ধারিত দিনেই টিকাকেন্দ্রে (Vaccination Center) গিয়ে দ্বিতীয় টিকা নিতে পারবেন। কিন্তু উপভোক্তাদের বাস্তব অভিজ্ঞতা অন্য কথা বলছে। অনেকেই জানিয়েছেন, টিকা নিতে গিয়ে তাঁদের ফিরে আসতে হয়েছে। ৮৪ দিনের
আগে টিকা দিতে রাজি হচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা (Health Worker)। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ আসছে। তবে এই ধরণের অভিযোগ সামনে আসতেই বিবৃতি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রক স্পষ্ট জানিয়ে জানিয়ে দিয়েছে ,
কোনও টিকা প্রাপককে ফিরিয়ে দেওয়া যাবে না। তবে উপভোক্তাদের উদ্দেশেও কেন্দ্রের বার্তা, তাঁরা চাইলে ৮৪ দিন পর টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারেন।
তবে নতুন করে কো-উইন app এর মাধ্যমে নাম নথিভুক্ত করার সমস্যা অনেক। প্রথমত কো-উইনে নাম নথিভুক্ত করার জন্য ওটিপি সব ক্ষেত্রে আসছে না।
এছাড়াও রাজ্যের নিম্ন আয়ের মানুষ ও প্রান্তিক মানুষদের সবার স্মার্ট ফোন নেই। তাই তারা কী ভাবে নাম নথিভুক্ত করবেন ? সেটাই এখন বড় প্রশ্ন ।
চিকিত্সকরা বলছেন, 'কেন্দ্র টিকাকরণ নিয়ে যেটা করছে সেটা কোনও ভাবেই ভালো চিত্র তুলে ধরছে না, এর ফলে কেন্দ্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ।