Thursday, May 13, 2021

সমীক্ষা বলছে স্থূলতা বাড়াতে পারে করোনার সংক্রমণ


সমীক্ষা বলছে স্থূলতা বাড়াতে পারে করোনা র সংক্রমণ
ডায়াবিটিস, হৃদযন্ত্রের সমস্যা , স্থূলতা এই ধরনের সমস্যা থাকলে তা কোভিডের বিপদ বাড়িয়ে দিতে পারে। এই কথা অনেক দিনই প্রমাণিত হয়ে গিয়েছে বিভিন্ন সমীক্ষায়।  ইজরায়েলের কয়েক জন গবেষক এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন যে স্বাভাবিকের থেকে কতটা ওজন বৃদ্ধি করোনা সংক্রমণের হার কতটা বাড়াতে পারে 

ইজরায়েলেরে 'চেইম শেবা মেজিক্যাল সেন্টার'-এর বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় দেখিয়েছেন, 'বডি মাস ইন্ডেক্স' বা 'বিএমআই'-এ বৃদ্ধির সঙ্গে কোভিডের সংক্রমণের আশঙ্কা প্রায় 22% পর্যন্ত বেড়ে যায়।

ওজনকে (কিলোগ্রাম এককে) উচ্চতার (মিটার এককে) স্কোয়ার দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, তাকেই  বিএমআই (BMI)বলে ধরা হয়।


যাঁদের বিএমআই ৩০ থেকে ৩৪.৯-এর মধ্যে, তাঁদের 'ক্লাস ওয়ান ওবেসিটি'র মধ্যে রাখা হয়। এই বিভাগের মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রায় ২৭ শতাংশ বেশি। আর যাঁরা 'ক্লাস টু ওবেসিটি'র মধ্যে পড়ছেন (বিএমআই ৩৫ থেকে ৩৯.৯) তাঁদের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ে ৩৮ শতাংশ। 'ক্লাস থ্রি ওবেসিটি' (বিএমআই ৪০ বা তার বেশি)-র ক্ষেত্রে সেটাই বেড়ে যায় প্রায় ৮৬ শতাংশ। সমীক্ষা বলছে, বিএমআই প্রতি ১ একক বৃদ্ধিতে ২ শতাংশ করে বাড়ে সংক্রমিত হওয়ার আশঙ্কা।

ওজন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কোভিড সংক্রমণের পর  আশঙ্কা থাকে যথেষ্ট বেশি । শুধু তাই নয়, ইজরায়েলের এই গবেষকদের সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে, সংক্রমণের আশঙ্কাও বাড়ে মেদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তাই করোনা সংক্রমণ এড়াতে মেদ কমানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা।