করোনা পরিস্থিতির চাপে পিছিয়ে গেল ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা। করোনা সংক্রমণের কথা মনে রেখেই পিছিয়ে দেওয়া হল ইউপিএসসি প্রিলিমিনারি সিভিল সার্ভিস পরীক্ষা। আগামী ২৭ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ-এর সংক্রমনের কথা মাথায় রেখে এই পরীক্ষা আগামী ১০ অক্টোবর নেওয়া হবে বলে সূত্রে র তরফে জানানো হয়েছে।
এদিন ইউপিএসসি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, 'করোনা ভাইরাসের সংক্রমণের জেরে আগেই এই পরীক্ষার নির্ধারিত সূচির বদল হয়।
কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আবারও এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' গতবছর অর্থাত্ ২০২০-তেও করোনার কথা মাথায় রেখে এই পরীক্ষার সময়সূচির পরিবর্তন হয়।
মে মাসের ৩১ তারিখের জায়গায় অক্টোবরের ৪ তারিখ নেওয়া হয় পরীক্ষা। কিন্তু করোনার জন্যই এখনও ইন্টারভিউ নেওয়া হয়ে ওঠেনি ওই লিখিত পরীক্ষার। তবে শুধু এই পরীক্ষা নয়, ইউপিএসসি তাঁর বাদবাকি সমস্ত পরীক্ষাই বাতিল করে দিচ্ছে বা পিছিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।