Thursday, May 13, 2021

তৈরি হচ্ছে সাইক্লোন ,আছড়ে পড়তে পারে মে মাসের শেষ দিকে



ঘূর্ণিঝড় আমফানের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। তারই মধ্যে আবার প্রবল ঘূর্ণিঝড় আধাত হানার সম্ভাবনা পশ্চিমবঙ্গে। পূর্বাভাস অনুসারে মে মাসের শেষে ফের রাজ্যে আঘাত হানতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। যার ফলে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে রাজ্যে।
আগের বছর ২০ মে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। যার আঘাতে রাজ্যের একাধিক জেলায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছিল। একই রকম ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এবছরও। পূর্বাভাস অনুসারে আগামী ২৮ মে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে আমফানের মতো শক্তিশালী ঝড়টি। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক পূর্বাভাস অনুসারে ২৮ মে ফ্রেজারগঞ্চের কাছে আঘাত হানতে পারে এই ঝড়।

যার জন্য দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুসারে ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

আবহাওয়াবিদদের একাংশের মতে, এই ঝরে আমফানের থেকেও বেশি বৃষ্টি হতে পারে প্রভাবিত এলাকা গুলিতে । ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী এই ঝড়ের সঙ্গে পশ্চিমবঙ্গে বর্ষার আগাম আগমণ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে

তবে  বিশেষজ্ঞরা জানাচ্ছেন। আবহাওয়ার  দীর্ঘমেয়াদী পূর্বাভাস সব সময় সঠিক না-ও হতে পারে । তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলে আগে থেকে সাবধান হওয়াই বাঞ্ছনীয় বলে মত        
বিশেষজ্ঞদের