Tuesday, May 18, 2021

বুধবার সকালে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠলো নেপাল

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিকাল সেন্টার (EMSC) অনুযায়ী বুধবার (১৯ মে) সকালে নেপালে  একটি ভূমিকম্প হয় । 
রিখটার স্কেলে  মাত্রা ৫.৩ ।
রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভোর সাড়ে ৫ টার দিকে (নেপালের সময়) এই ভূমিকম্পটি হয়।

EMSC এই ব্যাপারে একটি অফিসিয়াল টুইট করেছে 

“ভূমিকম্পের কেন্দ্রস্থল লামজং জেলার ভুলভূল ,

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান ভূমিকম্পবিদ ডঃ লোক বিজয় অধিকারী সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, এটি তীব্রতা ৫.৮ মাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে ভালো খবর এটাই যে এখনও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি



Friday, May 14, 2021

পুনরায় দাম বাড়লো পেট্রোল ডিজেলের



       পুনরায় দাম বাড়লো পেট্রোল ডিজেলের
বর্তমানে করোনা পরিস্থিতির মতোই বেলাগাম জ্বালানির দাম। বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol and Diesel)। এদিন ফের কলকাতায়  দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২৮ পয়সা। কলকাতায় শুক্রবার লিটার প্রতি পেট্রোলের দাম ৯২ টাকা ৪৪ পয়সা। একইভাবে লিটারে ৩৪ পয়সা বেড়ে ডিজেলের দাম ৮৫ টাকা ৭৯ পয়সা। ভোটের পর থেকে লাগাতার দাম বাড়ছে জ্বালানির। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গেই স্বাভাবিকভাবেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ।

একদিকে দেশে করেনারা সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে। একাধিক রাজ্যের করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে।

এই পরিস্থিতিতে দাম বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের। প্রতিদিন রেকর্ড ভেঙে এগোচ্ছে জ্বালানিতে তেলের দাম। রাজ্যে-রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। নির্বাচন পর্ব মেটার পর থেকে লাগাতার দাম বাড়ছে জ্বালানি তেলের। এর আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক পরের দিনই দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের। কিন্তু তারপর থেকে একটানা মাস দুয়েক নড়াচড়া করেনি পেট্রোল-ডিজেলের দাম। নির্বাচন পর্ব মিটতেই ফের দাম বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের।

কলকাতায় শুক্রবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এদিন কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২৮ পয়সা। কলকাতায় শুক্রবার লিটার প্রতি পেট্রোলের দাম ৯২ টাকা ৪৪ পয়সা। একইভাবে লিটারে ৩৪ পয়সা বেড়ে ডিজেলের দাম ৮৫ টাকা ৭৯ পয়সা।

এর আগে ১৫ এপ্রিল দেশের তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছিল। তবে সামান্য পরিমাণ দাম কমানোর সুফলের আঁচ মেলেনি। অন্যদিকে, বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব চলাকালীন পেট্রোল-ডিজেলের দামের হেরফের করা হয়নি। তবে ভোট মিটতেই ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেল। স্বাভাবিকভাবেই করোনাকালে নিত্য প্রয়োজনীয় জিসিনের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইঙ্গিতটা মিলেছিল আগেই। ভোট পর্ব মিটে গিয়ে পাঁচ রাজ্যের নতুন সরকার ক্ষমতায় ফিরতেই আশঙ্কা সত্যি হল। দেশের বাজারে ফের দাম বাড়তে শুরু করেছে পেট্রোল-ডিজেলের। তবে রাজ্যে-রাজ্যে এই দাম বৃদ্ধির হার এক নয়। স্থানীয় কর-সহ একাধিক করের জেরে রাজ্যে-রাজ্যে জ্বালানি তেলের দামেও ফারাক রয়েছে ।

Thursday, May 13, 2021

করোনা পরিস্থিতির চাপে পিছিয়ে গেল ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা

করোনা পরিস্থিতির চাপে  পিছিয়ে গেল ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা। করোনা সংক্রমণের কথা মনে রেখেই পিছিয়ে দেওয়া হল ইউপিএসসি প্রিলিমিনারি সিভিল সার্ভিস পরীক্ষা। আগামী ২৭ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ-এর সংক্রমনের কথা মাথায় রেখে এই পরীক্ষা আগামী ১০ অক্টোবর নেওয়া হবে বলে সূত্রে র তরফে জানানো হয়েছে। 
এদিন ইউপিএসসি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, 'করোনা ভাইরাসের সংক্রমণের জেরে আগেই এই পরীক্ষার নির্ধারিত সূচির বদল হয়। 

কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আবারও এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' গতবছর অর্থাত্‍ ২০২০-তেও করোনার কথা মাথায় রেখে এই পরীক্ষার সময়সূচির পরিবর্তন হয়।

মে মাসের ৩১ তারিখের জায়গায় অক্টোবরের ৪ তারিখ নেওয়া হয় পরীক্ষা। কিন্তু করোনার জন্যই এখনও ইন্টারভিউ নেওয়া হয়ে ওঠেনি ওই লিখিত পরীক্ষার। তবে শুধু এই পরীক্ষা নয়, ইউপিএসসি তাঁর বাদবাকি সমস্ত পরীক্ষাই বাতিল করে দিচ্ছে বা পিছিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।