Friday, May 21, 2021

Kangana's bodyguard accused of serious charges like rape


ধর্ষণের মতো মারাত্মক অভিযোগে অভিযুক্ত কঙ্গনার বডিগার্ড

কঙ্গনা ও বিতর্ক যেন একটি কয়েনের এপিঠ ওপিঠ, বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা কঙ্গনার। 

এবার তাঁর ব্যক্তিগত দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠলো । মুম্বইয়ের এক বিউটিশিয়ান এমনই অভিযোগ এনেছেন কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে। সূত্রের খবর সম্প্রতি কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে মহিলার তরফ থেকে । মহিলার দাবি তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কুমার হেগড়ে। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান যুবক, শহরের বাইরে যাওয়ার সময় মহিলার কাছ থেকে ৫০,০০০ টাকা ধার হিসেবে নেয় ওই যুবক।



সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে কুমারের সঙ্গে মহিলার  পরিচয় হয় আট বছর আগে

গতবছর নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দেন ওই যুবক । লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন দুজনে। একাধিকবার তাঁর ফ্ল্যাটে এসে নির্যাতিতার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হন কুমার, এমনই অভিযোগ উঠে এসেছে। গত ২ এপ্রিল পঞ্চাশ হাজার টাকাও নিয়েছিলেন কুমার। পরে তিনি কর্ণাটক চলে যান। পরে কুমারের মায়ের কাছ থেকে তিনি জানতে পারেন যে কুমার অন্য একজনকে বিয়ে করে তাঁর সঙ্গেই থাকছেন।

কুমারের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ৩৭সি৬ ধারা অনুযায়ী (ধর্ষণ), ৩ ৩৭৭ ধারা অনুযায়ী (অপ্রাকৃত যৌনতা) এবং আইপিসির ৪২০ ধারা (প্রতারণা) অনুযায়ী মামলা করা হয়েছে। এর আগে কঙ্গনার প্রাক্তন হেয়ারস্টাইলিস্ট অলিস্টার ডিজিওর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে উঠেছিল, গ্রেপ্তার করা হয়েছিল তাকেও। যদিও এ বিষয়ে এখনও কোনো কথা বলেননি কঙ্গনা। তবে তিনি একাধিকবার বডিগার্ডের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এবং তিনি বারবার উল্লেখ করতেন যে কুমার তাঁর পরিবারেরই একজন ।

Monday, May 17, 2021

News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন

ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন করোনা পরিস্থিতিতে ঘাটালের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালেন টলিউডের বাদশা দেব। ঘাটালের করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি তার এই উদ্যোগ নেটিজেনদের কাছে যথেষ্ট প্রসংসা কুড়িয়েছে

News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন
News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন

এটাই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা দেব । সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের।

কোন জায়গা থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন টলিউডের এই অভিনেতা । আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান ।

তবে পরে চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখেন, 'ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনা আক্রান্ত, তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে। খাদ্যগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন।' এই পোস্টেই ৪টি ফোন নম্বর শেয়ার করেছেন তিনি।

দাবি, ওই নম্বরে ফোন করে উপযুক্ত প্রমাণ বলে আবেদন করলেই করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে যাবে খাবার। সেই সঙ্গে দেব উল্লেখ করেছেন, খাবার পাওয়ার জন্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়া জরুরী। সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য দিয়ে এই পোস্টটি আজই শেয়ার করেছেন দেব। তাঁর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরাও।

করোনা পরিস্থিতিতে শেষ হয়েছে নির্বাচন। রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের মঞ্চে দেখা গিয়েছে দেবকে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে দলের কথা বলার পাশাপাশি তাঁর মুখে বারে বারে উঠে এসেছে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে তিনি বারবার সতর্ক করেছেন,

মাস্ক পরতে বলেছেন দর্শকদের। বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠের সভামঞ্চ থেকে ভাইরাল হয়েছিল দেবের বক্তব্যের একটি ভিডিও। সেখানে তিনি বলেছিলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না

হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে

রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়েছিল হাততালিতে।

News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s 2021

গত ১৫ই মে মুক্তি পেয়েছে পরিচালক রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) ছবি 'ডি কোম্পানি' (D Company) । গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন কীভাবে আশির দশকে মুম্বই শহরে রাজত্ব চালাত - সেই কাহিনীকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে 'ডি কোম্পানি'।

News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s  2021
News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s  2021


পরিচালক রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) এবছর নিজের একটি স্পার্ক (Spark OTT) নামক ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তার ছবি 'ডি কোম্পানি' এই ওটিটি মঞ্চেই মুক্তি পেয়েছে। পরিচালক স্বয়ং বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িয়েছেন তাই জন্যেই হয়তো দাউদ ইব্রাহিমের মত একটি বিতর্কিত আন্ডার ওয়ার্ল্ড ডনের চরিত্র ছবি করার জন্যে বেছে নিয়েছেন।

একাধিক বিতর্কিত সমালোচনার পরেও রাম গোপাল নিজের প্রতি চিরকাল সত্‍ থেকেছেন। অপরকে খুশি কিংবা সন্তুষ্ট করার জন্যে নিজের কথা থেকে সরে আসেননি।

নিজের ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে পরিচালকের ছবি 'ডি কোম্পানি'। এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের সাক্ষাত্‍কারে রাম গোপাল বর্মা জানিয়েছেন, করোনা মহামারী আসার অনেক আগে থেকেই তিনি ভাবছিলেন এমন কিছু একটা করার।

কিন্তু এমন একটি পদক্ষেপ নেওয়ার আগে নানা উপাদান সংগ্রহ করতে লাগে। সেই মতই এগচ্ছিলেন পরিচালক। এবং অবশেষে লঞ্চ করেছেন নিজের ওটিটি প্ল্যাটফর্ম 'স্পার্ক ওটিটি'।

ছবি 'ডি কোম্পানি' প্রসঙ্গে পরিচালক বলেছেন, এই ছবিটি তার স্বপ্নের প্রোজেক্ট।

দীর্ঘ ২০ বছর ধরে রাম গোপাল যুক্ত ছিলেন এই আন্ডার ওয়ার্ল্ড, এনকাউন্টার পুলিশ, আন্ডার ওয়ার্ল্ডের মিডিলম্যান, এবং এমন বেশ কিছু পরিচালকের সঙ্গে যারা প্রত্যেকেই এই ধরনের একটি ছবি বানানোর জন্যে উদ্ভুদ্ধ করেছেন তাকে।

তাদের সহযোগিতাতেই এই ছবি নিয়ে বিভিন্ন গবেষণা করতে পেরেছেন। তিনি আরও জানান , মাফিয়া কিংবা গ্যাংস্টার নিয়ে আগেও বলিউডে একাধিক ছবি হয়েছে। কিন্তু মুম্বই শহরে দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন আশির দশকে মুম্বই শহরে যে রাজত্ব করে গিয়েছে সেই বাস্তব ঘটনা কেন্দ্র করেই তৈরি হয়েছে 'ডি কোম্পানি'। ছবির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন রাম গোপাল বর্মা নিজেই । স্পার্ক প্রোডাকশন (Spark Production) এর অধীনে ছবির প্রযোজনা করেছেন সাগর মঞ্চানুরু।

এই বছর মার্চে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু করোনা মহামারীর জন্যে তা হয়ে ওঠেনি। ফলে ওটিটি মঞ্চে মুক্তি পেয়েছে 'ডি কোম্পানি'।

News Inquired : আন্তর্জাতিক বাজারে ছবি রিলিজ় করে লক্ষ্মীলাভ ভাইজানের | Radhe box office collection

দর্শকের জন্য সলমন খানের ইদের উপহার 'রাধে'র বিদেশের কালেকশনের অঙ্ক বলে দিচ্ছে, আন্তর্জাতিক বাজারে ছবি রিলিজ় করে খুব ভুল করেননি ভাইজান। গত ১৩ মে ওটিটি-তে পে পার ভিউ মাধ্যমে এবং দেশের বাইরে সিনেমা হলে মুক্তি পেয়েছে

Radhe box office collection
Radhe box office collection

সলমনের বহু প্রতীক্ষিত এই ছবি। প্রথম সপ্তাহান্তের পরে ছবির মোট বক্স অফিস কালেকশন ১৮৩ কোটির কাছাকাছি। মনে করা হচ্ছে, প্রথম সপ্তাহের শেষে তা আড়াই কোটি ছাড়িয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড, সংযুক্ত আরবের মতো দেশে 'রাধে'র

বক্স অফিসে ভালই লক্ষ্মীলাভ হয়েছে। তা ছাড়া রয়েছে জ়িপ্লেক্স থেকে প্রাপ্ত লাভের অঙ্ক। মুক্তির দিনে প্রায় দশ লক্ষেরও বেশি ইউজ়ার একসঙ্গে জ়িফাইভে লগ ইন করার চেষ্টা করলে ক্র্যাশ করে সার্ভার, যা পরে ঠিক করা হয়।

সংস্থার তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয় দর্শকের কাছে। প্রথম দিনেই ৪.২ মিলিয়ন ভিউজ়ের রেকর্ড গড়েছিল 'রাধে'। ছবিমুক্তির আগে সাংবাদিক বৈঠকে সলমন বলেছিলেন, 'রাধে'র বক্স অফিস নিয়ে কোনও প্রত্যাশাই রাখছেন না তাঁরা। শূন্য হাতে ফিরতে হবে

জেনেও ছবি রিলিজ় করাচ্ছেন। তবে অতিমারি পরিস্থিতিতে প্রথম দিনের সাড়া পেয়ে উচ্ছ্বসিত নায়ক টুইটারে ধন্যবাদ জানিয়েছিলেন ভক্তদের।

তবে করোনা অতিমারির সময়ে মুক্তি পাওয়া এই ছবির যাত্রা শুধুই মসৃণ নয়। ওটিটি-র পর্দায় বা দেশের বাইরের প্রেক্ষাগৃহে সলমনের ছবি দেখতে লোকসমাগম হলেও তা দর্শক-সমালোচক মহলে প্রশংসা অর্জনে ততটা সফল নয়। বলিউড ছবির নামী ওয়েবসাইট কিংবা ট্রেড অ্যানালিস্টরা বেশ কম রেটিং দিয়েছেন সলমনের এই ছবিকে।

প্রভু দেবা নির্দেশিত 'রাধে'তে সলমন ও খলনায়ক রণদীপ হুডার ধুন্ধুমার অ্যাকশনও টেনে নিয়ে যেতে ব্যর্থ ছবিকে। বরং তা নিয়ে অজস্র মিম তৈরী হয়েছে সোশ্যাল মিডিয়াতে ।

এ বারেও কিছু সাইটে ছবির পাইরেটেড ভার্শন এসে গিয়েছিল মুক্তির পরপরই । সলমন তাঁর ভক্তদের সতর্কও করেছেন সে ব্যাপারে। আপাতত ইদের উত্‍সবের রেশ আর করোনার অতিমারির চোখরাঙানির মাঝেই যাত্রা অব্যাহত 'রাধে'র।

News Inquired : রাধের খলনায়ক একজন আর্মি অফিসার

বলিউডে সুপারস্টার সালমান খানের নতুন রিলিজ হওয়া মুভি 'রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই' হল ঈদের সবচেয়ে বড় চমক। ছবিটি সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হচ্ছে ছবির গল্প মূলত অ্যাকশানে ভরপুর পুলিশ-ক্রিমিনালের লড়াই নিয়ে।

ভাইজান ছাড়াও ছবির অন্যান্য অভিনেতারা যথেষ্ট ভালো অভিনয় করে আলোচনায় এসেছেন । যার মধ্যে সানগয়ে শেল্ট্রিম অভিনয় করেছেন খলনায়কের চরিত্রে।

সবাইকে আঁতকে দিয়েছে ছবিতে সানগয়ের দুর্ধর্ষ অভিনয় দেখে । সানগয়ে শেল্ট্রিম মূলত একজন প্রাক্তন ভুটানি আর্মি অফিসার। সানগয়ে জানান , তিনি ছোটবেলা থেকেই সালমানের ছবি দেখে বড় হয়েছেন । তিনি আরো জানান কোনোও পরিকল্পনা ছিলো না সানগয়ের অভিনয় করার।

এই অফারটা তিনি নাকি পেয়েছিলেন সালমানের জন্যই । এছাড়াও তিনি পর্দায় আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন । কারণ তিনি ছিলেন একজন আর্মি অফিসার । অভিনেতা এক সাক্ষাত্‍কারে জানান তিনি নিজের ইউনিফর্মকে খুব মিস করেন ।

তবে তিনি অ্যাকশন হিরোর চরিত্রেও অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি আরও বলেন , একজন আর্মি অফিসার থেকে বডি বিল্ডার এবং অভিনয় করা, কোনোটাই স্বপ্নেও ভাবেননি তিনি । তবে বডি বিল্ডার হওয়ায় আচমকাই অভিনয় জগতে প্রবেশ করেন তিনি।