Monday, May 17, 2021

News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s 2021

গত ১৫ই মে মুক্তি পেয়েছে পরিচালক রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) ছবি 'ডি কোম্পানি' (D Company) । গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন কীভাবে আশির দশকে মুম্বই শহরে রাজত্ব চালাত - সেই কাহিনীকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে 'ডি কোম্পানি'।

News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s  2021
News Inquired : Movie D Company premieres on Spark OTT By Ram Gopal Varma’s  2021


পরিচালক রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) এবছর নিজের একটি স্পার্ক (Spark OTT) নামক ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তার ছবি 'ডি কোম্পানি' এই ওটিটি মঞ্চেই মুক্তি পেয়েছে। পরিচালক স্বয়ং বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িয়েছেন তাই জন্যেই হয়তো দাউদ ইব্রাহিমের মত একটি বিতর্কিত আন্ডার ওয়ার্ল্ড ডনের চরিত্র ছবি করার জন্যে বেছে নিয়েছেন।

একাধিক বিতর্কিত সমালোচনার পরেও রাম গোপাল নিজের প্রতি চিরকাল সত্‍ থেকেছেন। অপরকে খুশি কিংবা সন্তুষ্ট করার জন্যে নিজের কথা থেকে সরে আসেননি।

নিজের ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে পরিচালকের ছবি 'ডি কোম্পানি'। এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের সাক্ষাত্‍কারে রাম গোপাল বর্মা জানিয়েছেন, করোনা মহামারী আসার অনেক আগে থেকেই তিনি ভাবছিলেন এমন কিছু একটা করার।

কিন্তু এমন একটি পদক্ষেপ নেওয়ার আগে নানা উপাদান সংগ্রহ করতে লাগে। সেই মতই এগচ্ছিলেন পরিচালক। এবং অবশেষে লঞ্চ করেছেন নিজের ওটিটি প্ল্যাটফর্ম 'স্পার্ক ওটিটি'।

ছবি 'ডি কোম্পানি' প্রসঙ্গে পরিচালক বলেছেন, এই ছবিটি তার স্বপ্নের প্রোজেক্ট।

দীর্ঘ ২০ বছর ধরে রাম গোপাল যুক্ত ছিলেন এই আন্ডার ওয়ার্ল্ড, এনকাউন্টার পুলিশ, আন্ডার ওয়ার্ল্ডের মিডিলম্যান, এবং এমন বেশ কিছু পরিচালকের সঙ্গে যারা প্রত্যেকেই এই ধরনের একটি ছবি বানানোর জন্যে উদ্ভুদ্ধ করেছেন তাকে।

তাদের সহযোগিতাতেই এই ছবি নিয়ে বিভিন্ন গবেষণা করতে পেরেছেন। তিনি আরও জানান , মাফিয়া কিংবা গ্যাংস্টার নিয়ে আগেও বলিউডে একাধিক ছবি হয়েছে। কিন্তু মুম্বই শহরে দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন আশির দশকে মুম্বই শহরে যে রাজত্ব করে গিয়েছে সেই বাস্তব ঘটনা কেন্দ্র করেই তৈরি হয়েছে 'ডি কোম্পানি'। ছবির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন রাম গোপাল বর্মা নিজেই । স্পার্ক প্রোডাকশন (Spark Production) এর অধীনে ছবির প্রযোজনা করেছেন সাগর মঞ্চানুরু।

এই বছর মার্চে থিয়েটারে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু করোনা মহামারীর জন্যে তা হয়ে ওঠেনি। ফলে ওটিটি মঞ্চে মুক্তি পেয়েছে 'ডি কোম্পানি'।