Tuesday, May 18, 2021

টুইটে কটাক্ষ সায়নী ঘোষের , প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা

টুইটে কটাক্ষ সায়নী ঘোষের , প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা।


টুইটে কটাক্ষ সায়নী ঘোষের , প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা।

সোমবার সকাল থেকেই নারদ মামলায় গ্রেফতারি
রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছে  । এই নিয়ে টুইট করেছেন সায়নী ঘোষ। শাসক দলের যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট ভাগ করে নিয়ে তার কটাক্ষ প্রধানমন্ত্রীর শাসন জারি হয়নি তাই কি রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা।

নাম না করে সায়নী আরও বলেন, 'হেরেও হুঁশ ফেরেনি। বাংলা দখল করার কী মরিয়া চেষ্টা। প্রধানমন্ত্রী শাসনের চেষ্টা ২১৩ আসনের ধাক্কায় ধরাশায়ী। এবার রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা? এরপরে হুঁশিয়ারির সুরে অভিনেত্রী লেখেন আমরাও দেখে নেবো।'

Monday, May 17, 2021

News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন

ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন করোনা পরিস্থিতিতে ঘাটালের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালেন টলিউডের বাদশা দেব। ঘাটালের করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি তার এই উদ্যোগ নেটিজেনদের কাছে যথেষ্ট প্রসংসা কুড়িয়েছে

News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন
News Inquired : ঘাটালের হিরো দেব করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন

এটাই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা দেব । সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের।

কোন জায়গা থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন টলিউডের এই অভিনেতা । আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান ।

তবে পরে চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখেন, 'ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনা আক্রান্ত, তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে। খাদ্যগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন।' এই পোস্টেই ৪টি ফোন নম্বর শেয়ার করেছেন তিনি।

দাবি, ওই নম্বরে ফোন করে উপযুক্ত প্রমাণ বলে আবেদন করলেই করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে যাবে খাবার। সেই সঙ্গে দেব উল্লেখ করেছেন, খাবার পাওয়ার জন্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়া জরুরী। সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য দিয়ে এই পোস্টটি আজই শেয়ার করেছেন দেব। তাঁর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরাও।

করোনা পরিস্থিতিতে শেষ হয়েছে নির্বাচন। রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের মঞ্চে দেখা গিয়েছে দেবকে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে দলের কথা বলার পাশাপাশি তাঁর মুখে বারে বারে উঠে এসেছে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে তিনি বারবার সতর্ক করেছেন,

মাস্ক পরতে বলেছেন দর্শকদের। বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠের সভামঞ্চ থেকে ভাইরাল হয়েছিল দেবের বক্তব্যের একটি ভিডিও। সেখানে তিনি বলেছিলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না

হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে

রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়েছিল হাততালিতে।

নারদ কাণ্ডের (Narada Case) সুত্র ধরে 'গ্রেপ্তার' হলেন রাজ্যের নব নিযুক্ত পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম

নারদ কাণ্ডের (Narada Case) সুত্র ধরে 'গ্রেপ্তার' হলেন রাজ্যের নব নিযুক্ত পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
politics,Narada sting case: CBI arrests Bengal ministers Firhad Hakim,
নারদ কাণ্ডের  (Narada Case) সুত্র ধরে 'গ্রেপ্তার' হলেন রাজ্যের নব নিযুক্ত পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম

সোমবার সকালেই সিবিআই (CBI) কর্তারা চেতলার বাড়ি থেকে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যান । তবে এরপরও তেমন বিচলিত নন মন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান , 'আমাকে নারদকাণ্ডে সিবিআই গ্রেপ্তার করল।
স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। কোর্টে দেখে নেব।' সূত্রের খবর, নারদ কাণ্ডে আরও দুই অভিযুক্ত মদন মিত্র, সুুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁদেরও গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে সিবিআই দপ্তরে। বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক
প্রতিহিংসা বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। যদিও সিবিআইয়ের দাবি, তাঁকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার সকালে হঠাত্‍ ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়। এরপরই তাঁদের পিছনে
প্রবেশ করেন সিবিআইয়ের কর্তারা। কেন হঠাত্‍ সিবিআইয়ের দল, কেন্দ্রীয় বাহিনী ,- তা নিয়ে ওঠে প্রশ্ন । এরপর তাঁকে বাড়ি থেকে ডেকে সোজা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। বেরনোর সময়ে ফিরহাদ নিজেই জানান, তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। তবে এর
মোকাবিলা তিনি আদালতে করবেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যে অবশ্য ফিরহাদের বাড়ির সামনে মোতায়েন হওয়া বাহিনীর জওয়ানদের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বাক বিতন্ডা শুরু হয়। চেতলায় পথ অবরোধ শুরু করেন তাঁরা, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, এটা আঁচ করে গোটা নিজাম প্যালেস মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে।

এদিকে, নারদ কাণ্ডে আগেই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছিলেন রাজ্যপাল নিজেই , তার ভিত্তিতেই আজ এই মামলায় চার্জশিট দেওয়ার কথা সিবিআইয়ের । তার আগে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ফিরহাদ
হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়দের স্রেফ আটক করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। তবে আটকের জন্য এত কেন্দ্রীয় বাহিনী, অফিসার কেন? তা নিয়েও উঠছে প্রশ্ন। যে ভাবে ফিরহাদ হাকিমকে বাড়ি থেকে কার্যত তুলে নিয়ে যাওয়া হল, তাকে 'অনৈতিকভাবে' গ্রেপ্তারি বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব।

বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, 'একজন বিধায়ককে স্পিকারের অনুমতি ছাড়া এভাবে গ্রেপ্তার করার বিষয়টি সম্পূর্ণ অনৈতিক। আদালতে সব বোঝাপড়া হবে। ফিরহাদ আত্মবিশ্বাসী, তাই আদালতের কথা বলেছেন।' এই গ্রেপ্তারি প্রতিহিংসামূলক, বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়ে জানান, 'ফিরহাদ বা মদনের গ্রেপ্তারির সঙ্গে বিজেপির কোনও যোগই নেই।'