Wednesday, May 12, 2021

SBI তে নিয়োগ ,পদ সংখ্যা 5327


স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৫৩২৭টি ক্লার্ক পদে নিয়োগের জন্য 'এসবিআই ক্লার্ক ২০২১'-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে শীঘ্রই। রেজিস্ট্রেশন করার শেষ তারিখ আগামী ১৭ মে। আগ্রহী চাকরিপ্রার্থীরা এই সময়ের মধ্যে এসবিআই-এর ওয়েবসাইট sbi.co.in-এ আবেদন জানাতে পারেন।
কবে হবে পরীক্ষা: আশা করা হচ্ছে, আগামী জুন মাসে এসবিআই ক্লার্ক ২০২১-এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। মেইন পরীক্ষা সম্ভবত ৩১ জুলাই হতে পারে।

আবেদনের ফি সম্পর্কে জানুন : সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের ফি ৭৫০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি/ উপজাতি/অন্যান্য অনগ্রসর শ্রেণি/বিশেষ ভাবে সক্ষমদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
 

আবেদনকারীর যোগ্যতা কিরকম ?

১. এসবিআই ক্লার্ক ২০২১ পরীক্ষার জন্য আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বয়সের শিথিলকরণ সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য।

২. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যে কোনও সমমানের যোগ্যতা। যাঁরা স্নাতক হননি তবে ফাইনাল ইয়ার বা শেষ সেমিস্টারে রয়েছেন, আবেদন করতে পারবেন তাঁরাও। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পাসআউট সার্টিফিকেট জমা দিতে হবে।

৩. প্রিলিম, মেইন ছাড়াও স্থানীয় ভাষা সম্পর্কে পরীক্ষা নেবে এসবিআই। প্রিলিম, মেইনে উতরে গেলেও স্থানীয় ভাষার পরীক্ষা থাকছে। দশম বা দ্বাদশমানের পরীক্ষার মার্কশিট / শংসাপত্রের নথি জমা করলে স্থানীয় ভাষা পরীক্ষার প্রয়োজন হবে না*।

ক্লার্কপদে বেতন কাঠামো কিরকম ?

নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে বেতন হিসাবে ১৭,৯০০-৪৭,৯২০ টাকা পাবেন, যার মধ্যে প্রাথমিক প্রাথমিক বেতন ১৯,৯০০ টাকা। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন